বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মোরেলগঞ্জে তিন কিশোরকে দণ্ড!

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে তিন স্কুলছাত্রকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের দায়ে ইউএনও ওবায়দুর রহমান গতকাল তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।  অর্থ দণ্ডপ্রাপ্তরা হল— রাজদীপ ঘরাই, মঙ্গলদীপ ঘরাই ও দিপ্ত রায়। রাজদীপ ও মঙ্গলদীপ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। দিপ্ত দশম শ্রেণির ছাত্র। তাদের স্কুলের এক শিক্ষক জানান, তিনজনের বয়সই ১৪-১৫ বছর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, অনুমাননির্ভর বয়স দেখিয়ে মোবাইলকোর্টে কোনো কিশোর অপরাধীর বিচার করার সুযোগ নেই। প্রাপ্তবয়স্ক না হলে তাদের সমাজসেবা অফিসারের মাধ্যমে নির্দিষ্ট আদালতে পাঠাতে হবে। আর যদি অপরাধ প্রথমবারের মতো হয় তাহলে মুুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়ার বিধান রয়েছে। ইউএনওর অফিস সহকারী মোহাম্মদ আলী জানান, ওই তিন কিশোরকে বুধবার সকালে একটি মাদ্রাসার পেছন থেকে আটক করেন ইউএনও। পরে তিনি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তবে ওসি রাশেদুল আলম, অভিভাবক, পৌর কমিশনার তপন কুমার ও স্থানীয়রা জানান, রাজদীপ, মঙ্গলদীপ ও দিপ্তকে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে আটক করে পুলিশ। রাতে তাদের থানা হাজতে রেখে গতকাল মোবাইলকোর্টে হাজির করা হয়।

সর্বশেষ খবর