বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার সামীবাড়ী বাজার এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও একজন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— শেরপুরের বেটখের গ্রামের শুকুর আলীর ছেলে সোলায়মান (৫৫), ররোয়া গ্রামের আয়নালের ছেলে আনোয়ার হোসেন (৪০)। অসুস্থ সোহেল রানার বাড়ি ররোয়া গ্রামে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পাঁচজনকে কুপিয়ে জখম

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় শিশুসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে মাদকসেবীরা। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রথি গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই বাড়ির আব্দুল ওহাব, তার ছেলে ইউসুফ, রাব্বি, পুত্রবধূ জাহানারা ও নাতনী রিমু (১৬ মাস)। চাষীরহাট ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, শালিস অমান্য করে মাদকসেবীরা পুনরায় হামলা চালিয়েছে। সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

—নোয়াখালী প্রতিনিধি

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার জোয়ারিয়া এলাকার আব্দুল মমিনের ছেলে সোহাগ রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় বসবাস করে আসছেন। গত ১৪ এপ্রিল রাতে একই এলাকার প্রতিবন্ধী এক কিশোরীকে কৌশলে ধর্ষণ করে সোহাগ পালিয়ে যায়।  —রূপগঞ্জ প্রতিনিধি

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা চালানো হয়েছে মুক্তিযোদ্ধা খুলিলুর রহমানের বাড়িতে। সন্ত্রাসীরা তার বাড়ি তছনছ করে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। সদর উপজেলার সোহাতা গ্রামের ডেপুটি বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা খলিল ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লুত্ফুল হাই সাচ্চুর চাচাতো ভাই। এ ঘটনায় থানায় ৩১ জনকে আসামি করে মামলা দিয়েছেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। তবে পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আলটিমেটাম

এশিয়া এনার্জির করা মামলা প্রত্যাহার দাবিতে আলটিমেটাম দিয়েছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা। আলটিমেটাম অনুযায়ী আগামী ৮ মের মধ্যে মামলা প্রত্যাহার না করলে ৯ মে স্থানীয় নিমতলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এখান থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম।  —দিনাজপুর প্রতিনিধি

বই পড়া কার্যক্রম

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকালের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাকছুদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মুহম্মদ শহীদুল্লাহ, শরীফ মো. মাসুদ প্রমুখ। এ সময় উপজেলার সাতটি বিদ্যালয়ে বিনামূল্যে বিভিন্ন ধরনের বই উপহার দেওয়া হয়।

—গাজীপুর প্রতিনিধি

কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গী সাতাইশ তিলারগাতি এলাকায় আলমদিনা গ্রুপের রয়েল নামে একটি জুতার কারখানায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে কারখানায় ওয়েল্ডিং কাজ করার সময় আগুন ধরে যায়। মুহূর্তে লেলিহান শিখা কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। —টঙ্গী প্রতিনিধি

হামলায় ইউপি সদস্য আহত

বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচন ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রেহেনা বেগম (৪৫), তার ছেলে রনি রানা (২৪) ও পুত্রবধূ রুবিনা খাতুন (২০)। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আশুগঞ্জে উৎপাদন বন্ধ

গ্যাস সরবরাহ বন্ধের কারণে বুধবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। কারখানা পুরো মাত্রায় চালু করতে প্রয়োজন পড়ে ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাস। বর্তমানে কারখানার ৩২ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর