বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু, দগ্ধ ২৭

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে একটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও দগ্ধ হয়েছেন ২৭ জন। নিহতরা হলেন— রঞ্জনা রায় (৪০) ও মোকছেদ আলী। সদর উপজেলার গোপালগঞ্জ মোড় শেখহাটি নামক স্থানে মেসার্স যমুনা অটোমেটিক রাইস মিলে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে।  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তার মারুফুল ইসলাম জানান, এখানে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক। আহতদের সহকর্মীরা জানান, যমুনা অটো রাইস মিলে বুধবার বেলা ১১টার দিকে একটি বয়লারে আকস্কিক বিস্ফোরণ ঘটে। এ সময় প্রায় ৫০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন।

স্থানীয় চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা জানান, অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, বয়লারটি অনেক পুরোনো ও ফিটনেসবিহীন হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর