শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা অস্থিতিশীল করার চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ক্যাবল নেটওয়ার্ক ব্যবসাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। বুধবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার অন্যতম ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী সংগঠন ‘কুমিল্লা ক্যাবল টিভি’ ও ‘কে হোসেন ক্যাবল নেটওয়ার্ক’ পরিচালকরা। দুপুরে নগরীর একটি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা শহরে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার তিনটি মাস্টার কন্ট্রোল রুম রয়েছে। এ তিনটি ক্যাবল নেটওয়ার্ক দীর্ঘদিন ব্যবসা করে আসছে। চলতি মাসের শুরু থেকে ‘কুমিল্লা ক্যাবল’ নেটওয়ার্কের মালিক আশফাকুর রহমান মনি কিছু লোকের সহায়তায় এ ব্যবসাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। তিনি ক্যাবল ব্যবসায়ী বিদ্যুৎ দত্তের ব্যবসার এলাকায় স্থানীয় একজনকে অপটিক্যাল ফাইবারে ব্যবসা করার জন্য ডিশ লাইনের সিগন্যাল সরবরাহ করেছেন। যা ২০০৭ সালের সাংগঠনিক সমঝোতার লংঘন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর