শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তিন গুণ ক্ষতিপূরণ দাবি

আড়াইহাজারে ভূমি অধিগ্রহণ

মজিবুর রহমান, আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অধিগ্রহণকৃত জমির মূল্য তিনগুণ প্রদানের দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের শম্ভুপুরা এলাকার মেঘনা নদী থেকে বারিধারা পর্যন্ত ঢাকা এনভায়রনমেন্টালী সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, ঢাকা ওয়াসা প্রকল্পের অধিগ্রহণকৃত, কৃষি জমির মূল্য তিনগুণ প্রদানের দাবিতে উঠান বৈঠক করেছেন ভুক্তভোগী জনসাধারণ। আড়াইহাজার উপজেলার বিশনন্দি, উচিত্পুরা, মাহমুদপুর, হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগণের উদ্যোগে  নিজ নিজ ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করেন। হাইজাদী ইউনিয়নে ইলমদী গ্রামের তাইজদ্দিরে বাড়িতে সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উঠান বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া বলেন, আড়াইহাজার উপজেলার বিশনন্দীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ঝাউগড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছে বর্তমান সরকার। আড়াইহাজারের মানুষ আওয়ামী লীগ তথা এই সরকারের উন্নয়নের কথা কখনও ভুলতে পারবে না। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া অধিগ্রহণকৃত জমির মূল্য তিনগুণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন— আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত অধ্যাদেশ ২০১৬ ও যাচাই-বাছাই কমিটির অনুমতিত অধ্যাদেশ ২০১৭  বস্তবায়ন চাই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর