শিরোনাম
শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শ্লীলতাহানির অভিযোগে ছাত্রীদের মিছিল

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ীতে মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম শহিদুল আজম মন্টুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসের সামনে গিয়ে স্কুলে ফিরে আসে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম শহিদুল আজম মন্টু পড়ানোর ছলে চতুর্থ-পঞ্চম শ্রেণির ছাত্রীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। তিনি ছাত্রীদের মোবাইলে বাজে ছবি দেখান। অভিভাবকদের চাপের মুখে এলাকায় কয়েকবার শালিসি বৈঠকও হয়েছে। গ্রাম্য শালিসের পরেও ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে একই ধরনের আচরণ করায় বাধ্য হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা কর্মকর্তার কাছে যায়। ওই বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক জানান, তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বলেছে ‘ওই স্কুলে পড়ানোর থেকে বিষ খাইয়ে মেরে ফেল’। অন্য কয়েকজন ছাত্রীর অভিভাবক জানান, এসএম শহিদুল আজম মন্টু দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ছয় মাস আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার অবসর নেওয়ার পর ওই বিতর্কিত শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। অভিযুক্ত শিক্ষক এসএম শহিদুল আজম মন্টু বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা। তাকে হেয় করতেই প্রতিপক্ষের লোকজন এমন অভিযোগ করেছেন।

সর্বশেষ খবর