শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টির পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

ভোলা প্রতিনিধি

বৃষ্টির পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

ভোলার মনপুরার একটি ফসলের খেত এভাবেই তলিয়ে গেছে বৃষ্টি আর জোয়ারের পানিতে —বাংলাদেশ প্রতিদিন

দুই দিনের টানা বৃষ্টিতে ভোলার নিম্নাঞ্চলের অধিকাংশ রবিশস্য পানিতে ডুবে গেছে। এর আগে মৌসুমের প্রথম জোয়ারের পানিতে আলু, তরমুজ, মরিচসহ বেশ কিছু রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি একত্র হওয়ায় কৃষকের স্বপ্ন ভেসে গেছে। মনপুরা উপজেলার কৃষক নিজাম উদ্দিন হাওলাদার জানান, ১ লাখ টাকা ধারদেনা করে প্রায় ৬ একর জমিতে আলু, মরিচ, মুগ ও বাদামের চাষ করেছেন। কিন্তু মৌসুমের প্রথম জোয়ারের পানি প্রবেশ করে আংশিক ক্ষতি হয়েছিল। কিন্তু এবারের দুই দিনের বৃষ্টিতে পুরো ফসলের খেত নষ্ট হয়ে গেছে। একই কথা বলেন কৃষক সোলেমান, জব্বার, আলমগীর, হাফেজসহ অনেকে।

প্রকৃত ক্ষতির চিত্র কৃষি বিভাগের হাতে আসতে দু-চার দিন সময় লাগার কথা জানিয়ে কৃষি বিভাগ জানায়, বৃষ্টির পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতি কিছুটা কম হবে।

সর্বশেষ খবর