রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সজীব হত্যার বাদী নিহত সড়ক দুর্ঘটনায়, পরিবারের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার আলোচিত যুবলীগ কর্মী সজীব হত্যা মামলার বাদী নজরুল ইসলাম (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মজিদ সরণি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা গেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৪-৬১১১) আটক করলেও চালককে ধরতে পারেনি।

২০১৫ সালে খুলনার গল্লামারী মোহাম্মদনগর এলাকায় নজরুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী সজীবকে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পর নিহতের শরীর থেকে বিচ্ছিন্ন করা হাত নিয়ে উল্লাস করে খুনিরা। এ ঘটনায় মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন নজরুল ইসলাম। পরে পুলিশের তদন্তে মামলার অভিযোগপত্র থেকে হাফিজুর রহমানকে অব্যাহতি দিলে আদালতে না-রাজি আবেদন করেন মামলার বাদী। এদিকে মামলা প্রত্যাহার না করায় নজরুল ইসলামকে কয়েক দফা হত্যার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই জাহাঙ্গীর আকন। তিনি জানান, সড়ক দুর্ঘটনাটি দেখে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার জায়গাটি শহরের মধ্যে হওয়ায় সেখানে সব ধরনের যানবাহনের গতি ধীর হয়ে থাকে। এ ছাড়া নজরুল ইসলাম মোটরসাইকেলে ছিলেন। পেছন থেকে প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয় ও পরে চাকার নিচে পিষ্ট করে হত্যা করা হয়। সন্দেহের বিষয়টি তিনি পুলিশকেও জানিয়েছেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর