শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পিসিপি নেতার মৃত্যু ঘিরে উত্তাপ রাঙামাটিতে সড়ক-নৌ অবরোধ

রাঙামাটি প্রতিনিধি

ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুকে কেন্দ্র করে রাঙামাটিতে গতকাল সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালে সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া এলাকায় ব্যারিকেড দিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়ক ও নৌপথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করেনি। তবে শহরের যান চলাচল ছিল স্বাভাবিক।  পিসিপি নেতা রনেল চাকমার মৃত্যু নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রোনাল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে রমেল চাকমার  মৃত্যু স্বাভাবিক না বলে দাবি করা হয়েছে। তবে প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতারের পর ৬ এপ্রিল রমেল শারীরিক অসুস্থতার কথা জানালে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৯ এপ্রিল তিনি মারা যান। অভিযোগ উঠেছে, রমেল চাকমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পার্বত্যাঞ্চলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। উল্লেখ্য, ২৩ জানুয়ারি রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদা দাবিতে মালভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে রমেল চাকমাকে ৫ এপ্রিল আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রাকে অগ্নিসংযোগের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

সর্বশেষ খবর