মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখে আষাঢ়ের বৃষ্টি ডুবছে ফসলি জমি

প্রতিদিন ডেস্ক

বৈশাখে আষাঢ়ের বৃষ্টি ডুবছে ফসলি জমি

ভারী বর্ষণে ময়মনসিংহের ফুলপুরে উল্লা বিলের বোরো খেত ডুবিয়ে দিয়ে পাড়ের দিকে ধেয়ে আসছে পাহাড়ি ঢলের পানি —বাংলাদেশ প্রতিদিন

হঠাৎ চারদিক অন্ধকার হয়ে দমকা হওয়া শুরু। পাঁচ-দশ মিনিট বা আধঘণ্টার ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড। এর পরই আকাশ পরিষ্কার। বাংলাদেশে বৈশাখ মাসে এটাই ছিল প্রকৃতির চেনা রূপ। কিন্তু এবার যেন আষাঢ় নেমে এসেছে বৈশাখে। দিনের পর দিন দেশজুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া। কোথাও কোথাও টানা বৃষ্টি। অকালের এ ভারী বর্ষায় তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। দীর্ঘ সময় পানির নিচে থেকে নষ্ট হচ্ছে শত শত হেক্টর জমির বোরোসহ মৌসুমী ফসল। দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক। প্রতিনিধিদের পাঠানো খবর— ব্রাহ্মণবাড়িয়া : গত পাঁচ দিনের প্রবল বর্ষণ ও বন্যার পানিতে জেলার নয়টি উপজেলায় এক হাজার ৮৪০ হেক্টর বোরো ধান ডুবে গেছে। তলিয়ে যাওয়া বোরো খেতের মধ্যে রয়েছে নাসিরনগর উপজেলায় এক হাজার ১৫০, সদর উপজেলায় ১০০, সরাইলে ১০, কসবায় ১০, নবীনগরে ১০, বাঞ্ছারামপুরে ১২০, আখাউড়ায় ৩০, আশুগঞ্জে ১০ ও বিজয়নগর উপজেলায় ৪০০ হেক্টর। ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে কয়েকদিনের ভারী বর্ষণে এক হাজার ৩৫৬ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ও দুই হাজার ৯২ হেক্টরের ফসল অর্ধনিমজ্জিত রয়েছে। এ তথ্য উপজেলা কৃষি অফিসের। কৃষকদের হিসাব অনুযায়ী নিমজ্জিত খেতের পরিমাণ এর দ্বিগুণ। সরেজমিন দেখা যায় উপজেলার উল্লা বিল, হনবিল, মুন্নাখালী বিল, কুলিবিল, কাশিগঞ্জ, মেরিগাই, খারইপাড়, তারাকান্দা, ভাইট্টাপাড়া, টাঙ্গাইল্যাপাড়া, নিশুনিয়াকান্দা, চাতুলিয়াকান্দা, পুটিয়া, মারুয়াকান্দি, ধনারভিটা, তালুকদানা, কুড়হার ডোবা বিল, ফাঁসির ডোবা, দিউ, কাজিয়াকান্দা, আলোকদি, নগুয়া, রৌহার বিল, শিলপুরসহ খরিয়া নদীর দুই পাশের প্রায় ৫০ মাইল জুড়ে পানি আর পানি। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৫০০ একর জমির বোরো তিন দিন ধরে পানির নিচে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার উত্তর সন্নাসীভিটা এলাকায় নদীর ভাঙা অংশ দিয়ে গত বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার পানি ঢুকে ফসলি জমিতে। তখন উত্তর, দক্ষিণ ও পূর্ব সন্নাসীভিটার ৫০০ একর জমির ধান ডুবে যায়। সেই পানি রবিবার থেকে নামা শুরু করলে এতে তলিয়ে যায় নিম্নাঞ্চলের কাপাসিয়া, আড়িয়াল, বাইটকামারী, দক্ষিণ বাইটকামারী, যোগানিয়া, কুত্তামারা, বাথুয়ারকান্দা, গড়াকুড়া ও নগরকুড়া এলাকার ৫০০ একরের বোরো। সিরাজগঞ্জ : ভারী বর্ষণে জেলার বিভিন্ন নিচু জমির ধান তলিয়ে যাওয়ায় বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অপরিকল্পিত পুকুর খনন ও খালের মুখ বন্ধ করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শতাধিক হেক্টর জমির ধান ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। ৮০% ধান পাকলেও কৃষককে কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াশের ইউএনও, সোমবার সকালে চারটি খালের মুখ খুলে দেওয়া হয়েছে। এতে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল রক্ষা পাবে।

সর্বশেষ খবর