মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অপরিকল্পিত ক্রসড্যাম অপসারণ দাবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের উঠতি ইরি-বোরো ধান তলিয়ে যাওয়া থেকে রক্ষা ও বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত বাঁধ (ক্রসড্যাম) অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন দুই শতাধিক কৃষক। গতকাল উপজেলার প্রশাসন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে কৃষকরা ইউএনও’র কাছে ক্রসড্যাম অপসারণ দাবিতে লিখিত আবেদন করেন।

বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষক আবদুল হক, জালাল হোসন, আনোয়ার হোসেন, গোলাম আমবিয়া লুলু প্রমুখ। মানববন্ধনে কৃষকরা জানান, বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত ক্রসড্যামের ফলে রক্তদহ বিলের প্রায় ৫০০ হেক্টর জমির উঠতি ইরি-বোরো ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে আদমদীঘি উপজেলার কদমা, করজবাড়ি, গনিপুর, দমদমা, প্রসাদখালী, সান্দিড়া, ছাতনি, ঢেঁকড়া, ডাঙ্গাপাড়াসহ প্রায় ১৫ গ্রামের বহু কৃষকের মাঝে হাহাকার পড়ে গেছে।

সর্বশেষ খবর