মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত ফসলের ব্যাপক ক্ষতি

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টি ও ঝড় শুরু হয়। এ সময় নড়াইল পৌর এলাকার বিজয়পুরের মিজান মোল্যার ছেলে সজল (২৫) বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া রবিবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে। ঝড়ে লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের টিনের চালা উড়ে ক্লাস ও অফিস কক্ষের কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। পাঠদানে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কালিয়া উপজেলার লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার টিনের ঘর ও আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা ভবন ভেঙে পড়েছে। বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ধানের পাশাপাশি নষ্ট হয়েছে পাট, তিল, মরিচ, উচ্ছে, বাঙ্গি, তরমুজ খেত। বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে। তার ছিড়ে দুই দিন ধরে বিদ্যুিবহীন রয়েছে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা।

সর্বশেষ খবর