মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সাংগঠনিক কাজ স্থগিত বহিষ্কার একজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া, জেলা ছাত্রলীগের শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সভাপতি মাসুম বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে কেন বহিষ্কার করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা রবিবার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে জুতা দেখানোয় এ ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিটিতে এই ব্যবস্থার কথা জানানো হয়। গত রবিবার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে জুতা প্রদর্শন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগ নেতা-কর্মীরা মন্ত্রীকে জুতা দেখানোর ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘বিজয়নগরসহ চার উপজেলায় ১৪৪ ধারা জারি হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা যেন রবিবার বিজয়নগরে না যাই। আমি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার বিষয়টি জেলা কমিটির নেতাদের এসএমএস করে জানিয়ে বলেছি, তারা কেউ যেন বিজয়নগরে না যান। তিনি আরও বলেন, যারা আমাদের কমিটি ভাঙতে চায় এমন দু-একজন অতি উৎসাহী হয়ে বিজয়নগরে গিয়ে মন্ত্রীকে জুতা দেখায়। এ ঘটনার সঙ্গে আমি বা সাধারণ সম্পাদক কেউই জড়িত নই।’

সর্বশেষ খবর