বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ঘরবাড়ি বিধ্বস্ত, বোরো ধান কাঁচা ইটের ব্যাপক ক্ষতি

ছয় জেলায় ঝড়-বৃষ্টি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। কোথাও কোথাও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা ও ঢাকার ধামরাইয়ে ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত ও বহু গাছপালা উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে ১০০ একর জমির ধান। এছাড়া বগুড়া ও মাদারীপুরে ভারি বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঠাকুরগাঁওয়ে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার কাঁচা ইট। প্রতিনিধিদের পাঠানো খবর— ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগর উপজেলায় সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় বেশকিছু গাছপালা ভেঙে পড়েছে। চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান, সোমবার গভীর রাতে ঝড়ে তার ইউনিয়নের ৬০-৭০ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। মাগুরা : সদর উপজেলার ধর্মদহ ও পয়ারী গ্রামে সোমবার বিকালে ঝড়ে ৩০টি পরিবারের বাড়ি ভেঙে পড়েছে। এছাড়া ১০০ একর জমির ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত্রুজিত্পুর ইউনিয়নের সাবেক মেম্বর সোহরাব হোসেন জানান, ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময়ে দুটি গ্রামের বহু কাঁচা ও টিনশেড বাড়িঘর ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ ও বোরো ধান। খুঁটি উপড়ে এ দুই গ্রামের বৈদ্যুতিক সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। মাদারীপুর : কয়েক দিনের ভারি বর্ষণে মাদারীপুরের চার উপজেলার বিভিন্ন এলাকার বোরো ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শিবচর, সদর ও কালকিনি উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলে অতি বৃষ্টির কারণে জমির পাকা ধান, পাট ও ম্যাচতা ফসলের বিপুল ক্ষতি হয়েছে। ওই সব জমির বেশিরভাগ পানির নিচে। ঠাকুরগাঁও : অসময়ের ব্যাপক বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ভাটার লাখ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ফলে ভাটা মালিকরা চলতি বছরে চরম লোকসানে পড়েছে। জানা যায়, জেলার পীরগঞ্জ, হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও সদর উপজেলার ইটভাটায় তৈরি করা হাজার হাজার ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বগুড়া : কয়েকদিনের বৃষ্টিতে যমুনা ও বাঙ্গালী নদী তীরবর্তী এলাকার এক হাজার ৭৫০ হেক্টর জমির পাকা-আধাপাকা ধান তলিয়ে গেছে। এ ছাড়া ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় ধান গাছ মিশে গেছে মাটির সঙ্গে। ফলে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষককরা। আতঙ্কে অনেকে কাঁচা-পাকা ধান কাটা শুরু করেছেন। ধামরাই : ঢাকার ধামরাইয়ে গত রাত ১০টার কালবৈশাখীতে কাচা ঘরবাড়ি, গাছ, ইরি, বোরো ধান ও ভুট্টা খেতের ব্যাপক ক্ষতি  হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে কালামপুর, ডাউটিয়া, গোয়ালদী, ভালুম, চণ্ডিশ্বরসহ কয়েকটি গ্রাম।

সর্বশেষ খবর