বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অতিবৃষ্টিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ঝড়ে নিহত ১, আহত শতাধিক

ছয় জেলার চিত্র

প্রতিদিন ডেস্ক

অতিবৃষ্টিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা  ঝড়ে নিহত ১, আহত শতাধিক

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কের ওপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি

গাজীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁয় কালবৈশাখী ঝড়ে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। লণ্ডভণ্ড হয়েছে বহু বাড়িঘর, গাছপালা। এ ছাড়া ভারি বৃষ্টি অব্যাহত থাকায় নাটোর ও ময়মনসিংহে তলিয়ে যাচ্ছে ফসলি জমি।  প্রতিনিধিদের খবর— গাজীপুর : কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পোলট্রি খামারি নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন স্থানে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম আশরাফ উদ্দিন বেপারী (৩৪)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের চান্দু বেপারীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, ঝড়ে কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছপালা ভেঙে গেছে। বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ও ডালপালা সড়কের ওপর ভেঙে পড়ায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া : বাঞ্ছারামপুর উপজেলায় ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড, গাছপালা ভেঙে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চারটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় এ ঝড়। এতে ফেরি চলাচল বন্ধ ও সড়কের ওপর গাছপালা পড়ে ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রায় ৩০ মিনিটের ঝড়ে বিভিন্ন স্থানে দুই শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত, তিন সহস্রাধিক গাছপালা ভেঙে গেছে। বিভিন্ন স্থানে ১০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো উপজেলায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নাটোর : সিংড়া উপজেলার চলনবিলে প্রতিদিন বাড়ছে পানি। একদিকে আত্রাই নদীর পানি বৃদ্ধি অন্যদিকে ভারি বর্ষণ। এতে চলনবিলের দুই হাজার ৭০০ হেক্টর জমির ধান ডুবে গেছে। হুমকির মুখে রয়েছে ৩৪ হাজার হেক্টর জমির ধান। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষককে ৩০ কেজি করে চাল বিতরণের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকরা জানান, চলনবিলের বোরো ধান উঠতে আরও ১০-১৫ দিন সময় লাগবে।  পানিতে ধান তলিয়ে যাওয়ায় কাটতে হচ্ছে কাঁচা ধান। নওগাঁ : কালবৈশাখী, শিলাবৃষ্টিতে জেলার ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বিলের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। অনেকে আধাপাকা ধান কেটে আনছেন। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। তবে জেলার কৃষি বিভাগ বলেছে, ফসলের ক্ষতি হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। ময়মনসিংহ : টানা বর্ষণে ত্রিশালের ১২টি ইউনিয়নের কয়েক হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। যার বেশির ভাগই বোরো ধানের খেত। জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের নর্তা বিল, নামাপাড়া হরি বিল, হারভা বিল, আমরি বিলের ধান ও সবজি পানির নিচে। এ ছাড়া পাগারিয়া নদীর পানিতে বন্যার বিল, হিংরার বিল, কামায়রা বিল, বিয়ারা, বালিপাড়া ও ধলা নামাপাড়া এলাকার ধানের খেত তলিয়ে গেছে।

কুমিল্লা : চৌদ্দগ্রামে মঙ্গলবার রাতের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য বাড়িঘর। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতরা স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেক স্থানে গাছ উপড়ে সড়কে পড়ে চলাচল বন্ধ হয়ে গেছে। বেশকটি খুঁটি ভেঙে মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সর্বশেষ খবর