বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ম্যাটস্ শিক্ষার্থীদের আন্দোলন

বাগেরহাট বগুড়ায় পুলিশের লাঠিচার্জে আহত ৬০

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট বগুড়ায় পুলিশের লাঠিচার্জে আহত ৬০

চার দফা দাবিতে গতকাল দুপুরে বগুড়ায় ম্যাটস শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে —বাংলাদেশ প্রতিদিন

চার দফা দাবিতে গতকাল সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বেসরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে বাগেরহাট ও বগুড়ায় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ৬০ শিক্ষার্থী। দাবিগুলো হলো— উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ, মেডিকেল এডুকেশন বোর্ড নামের স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, ইন্টার্নশিপ ভাতা চালু, কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে ডিপ্লোমা চিকিৎসক পদ সৃষ্টি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বাগেরহাট : শিক্ষার্থীরা দুপুরে মিছিল নিয়ে খুলনা-বাগেরহাট-পিরোজপুর-বরিশাল মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া রোদে দাঁড়িয়ে থেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। বগুড়া : শহরের সাতমাথা থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের তিনমাথা রেলগেট এলাকায় যায়। তিনমাথার কাছে স্টেশন রোড অবরোধ করে। প্রায় ৪৫ মিনিট অবরোধের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। পালিয়ে আসার সময় আন্দোলনকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ৩০ ছাত্র আহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এ ছাড়া আটক করা হয়েছে সাতজনকে। খুলনা : খুলনায় তিনটি বেসরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) সাত শতাধিক শিক্ষার্থী গতকাল মহানগরীর শিববাড়ি মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ ছাড়া নোয়াখালী, ঝিনাইদহ ও টাঙ্গাইলে একই দাবিতে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর