বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা চান পৌর কর্মকর্তারা

প্রতিদিন ডেস্ক

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দাবিতে গতকাল জেলা-উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি থাকায় ভোগান্তিতে পড়েন জরুরি প্রয়োজনে পৌর কার্যালয়ে আসা সাধারণ নাগরিকরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল গৌরনদীতে কর্মসূচি চলাকালে শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমদাদুল হক, মনিরুজ্জামান, ডলি রানী বণিক। ফরিদপুরে অবস্থান ধর্মঘটে কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কাউন্সিলরও একাত্মতা ঘোষণা করেন। কিশোরগঞ্জে সিরাজুল ইসলামের সভাপতিত্বে আব্দুছ ছালাম মিয়া, হাসান জাকির, শুভংকর পাল বক্তৃতা করেন। লক্ষ্মীপুরে  বক্তব্য দেন শামছুদ্দিন, শামছুল আলম, আনোয়ার হোসেন। রাঙামাটি পৌরসভা চত্বরে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন একেএম বশির আহমেদ। ঝিনাইদহে  ‘এক দেশে দুই নীতি চলতে দেওয়া হবে না, অবিলম্বে আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ এই স্লোগানে কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়। টাঙ্গাইলে বক্তৃতা করেন শিব্বির আহমেদ আজমী, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ। গোপালগঞ্জে বক্তারা দেশের সব পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ ছাড়া ঠাকুরগাঁও, বাগেরহাট, দিনাজপুর,  ঝালকাঠি, নোয়াখালী, গাইবান্ধা, টাঙ্গাইলের সখীপুর, মাদারীপুরের কালকিনি, জামালপুরের মাদারগঞ্জ, ময়মনসিংহের ভালুকা ও শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে।

সর্বশেষ খবর