শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কুমিল্লায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডিবির পৃথক ৩টি অভিযানে ১৭০০ বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আরও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ এসব অভিযান চালায়। ডিবি পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার বালুতোপা-সুয়াগাজী রাস্তার নোয়াগাঁও দিঘিরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসআই শাহ কামাল আকন্দ জানান, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে ডিবির কনস্টেবল কামাল উদ্দিন ও সাঈদ উল্লাহ আহত হন। পরে ঘটনাস্থল থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ আহত অবস্থায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৪০) গাদ্দার জসিমকে গ্রেফতার করা হয়। এ সময় অপর সহযোগীরা পালিয়ে যায়। জসিম উলুরচর গ্রামের ওহাব মিয়ার ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডিবির আহত দুই সদস্যকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপুরে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। এ বিষয়ে ডিবির ওসি এ কে এম মঞ্জুর আলম জানান, গ্রেফতারকৃত ওই তিন মাদক ব্যবসায়ীর সঙ্গে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সখ্যতা রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের সহযোগীদের নাম জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান  চলছে।

সর্বশেষ খবর