শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সমস্যার পাহাড় ফেনী বিসিকে

জমির বেগ, ফেনী

সমস্যার পাহাড় ফেনী বিসিকে

অতিরিক্ত করের বোঝা, ড্রেনেজব্যবস্থা না থাকা ও জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। বিভিন্ন খাতে কর দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের লোকসান গুনতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী সদর উপজেলার চাড়িপুরে ২৫ একর জমির ওপর ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী ফেনী। প্রতিষ্ঠার ৫৫ বছরেও বিসিক এলাকায় স্থাপন করা হয়নি সড়কবাতি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শিল্পনগরীতে প্রবেশের প্রধান সড়কসহ অভ্যন্তরীণ সব সড়কে সারা বছর পানি জমে থাকে। আর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে সড়ক চলে যায় হাঁটু পানির নিচে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি অভ্যন্তরীণ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, এখানকার বেকারিগুলোতে উৎপাদিত পণ্য বিপণন করতে গিয়ে বিপাকে পড়ছেন তিনি। বেহাল সড়কের কারণে পরিবহনকালে ঝাঁকিতে ভেঙে যায় এসব পণ্য। পরিবহনের গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। অতিরিক্ত কর ভোগাচ্ছে ব্যবসায়ীদের। একদিকে বিসিক অন্যদিকে ট্যাক্স নিচ্ছে ফেনী পৌরসভাও। শিল্পের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই ১৫ বছর ধরে। গ্যাস না পাওয়ায় কারখানাগুলোতে দিন দিন উৎপাদন হ্রাস পাচ্ছে। কেন্দ্রীয় পানির পাম্পটিও নষ্ট বহুদিন ধরে। বার্ষিক ১০ হাজার টাকার ট্যাক্স এখন হয়েছে ৮৬ হাজার। ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিনিয়োগকারীরা প্রতি বছর বিসিক কর্তৃপক্ষ, পৌরসভাসহ অন্তত ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানকে ভ্যাট, ট্যাক্স ও উচ্চমূল্যে সার্ভিস চার্জ দিয়েও কোনো ধরনের সেবা পাচ্ছেন না। এভাবে কর দিতে হলে দেশে আর শিল্পকারখানা গড়ে উঠবে না।’ বিসিক শিল্পনগরীর প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক জানান, ড্রেনের তুলনায় শিল্পনগরী অনেক নিচু। সে কারণে বর্ষাকালে পানি নিষ্কাশন হয় না। রাস্তাঘাটের অবস্থা জানিয়ে প্রধান কার্যালয়ে পত্র পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে। দ্বৈত করের ব্যাপারে ফেনী পৌরসভার সঙ্গে আলাপ হয়েছে। বিসিককে একক স্টেট হিসেবে গণ্য করে কর নির্ধারণের ব্যাপারে রাজি হয়েছে তারা। দ্রুতই দ্বৈত করের বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ খবর