শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইটভাটার ধোঁয়ায় নষ্ট ৪০০ বিঘার ফসল

সিরাজগঞ্জ প্রতিনিধি

ইটভাটার ধোঁয়ায় নষ্ট ৪০০ বিঘার ফসল

ইট ভাটার ধোয়ায় পুড়ে যাওয়া ধান খেত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে ইটভাটার ধোঁয়ায় ৪০০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন শতাধিক কৃষক। ক্ষতিপূরণের আশায় কৃষি অফিস ও ভাটা মালিকের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। কৃষি বিভাগ বলছে, শিগগিরই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তালগাছি গ্রামের কৃষক আতাব আলী, আবদুল মান্নান, গাড়াদহ দক্ষিণপাড়ার আবদুল লতিফ, আমিনুল ইসলাম, সৈয়দ আলী, শহীদ আলী ও মানিক মিয়া জানান, গত মঙ্গলবার তালগাছি ‘এমএমএইচ ব্রিক্সের’ অতি তাপমাত্রাযুক্ত ধোঁয়ায় আশপাশের ৪০০ বিঘা জমির উঠতি ইরি-বোরো ধান পুড়ে যায়। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, ভাটামালিক ও শ্রমিকদের অবহেলার কারণে ধোঁয়া চিমনি দিয়ে নির্গত হয়ে উপরে না উঠে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণেই পুড়ে যায় জমি ফসল ও আশপাশের গাছপালা। এমএমএইচ ব্রিক্সের মালিক রফিকুল ইসলাম বলেন, ইচ্ছাকৃতভাবে নয়, ওই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। তারপরও কৃষি অফিস জরিপ করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করলে তা পরিশোধ করব’। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জু আলম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাটার মালিককেও ডেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর