শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্কুলে না আসার শাস্তি ১১ ঘণ্টা আটক রাখা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বিদ্যালয়ে না আসার অভিযোগে বরগুনার আমতলী আইডিয়াল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধর করে ১১ ঘণ্টা আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। মান্না নামের ওই ছাত্রকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। মান্না (১৪) দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মোশাররফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গল ও বুধবার মান্না ফুপাতো বোনের বাড়ি যাওয়ায় স্কুলে যেতে পারেনি। বৃহস্পতিবার স্কুলে গেলে মান্নাকে লাইব্রেরিতে ডেকে জোড়া বেত দিয়ে মারধর করেন বিদ্যালয়ের পরিচালক হানিফ মিয়া। পরে তাকে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ের একটি রুমে আটকে রাখে। এ ব্যাপারে হানিফ মিয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়। আমতলী থানার ওসি  জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর