সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঘোষণা করেছে জেলা প্রশাসক। রবিবার মধ্যরাত ১২.০১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এ আদেশ বলবত থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি জেলা ব্যবস্থাপক কমান্ডার, (জি), বিএন মোহাম্মদ আসাদুজ্জামান, এএফডব্লিউসি, পিএসসি ও রাঙামাটি জেলা প্রশাসন মোহাম্মদ মানজারুল মান্নান যৌথভাবে এ ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের এক আদেশে এ কথা জানানো হয়।

জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছধরা বন্ধকালীন সময় পর্যাপ্ত পরিমাণে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। তা ছাড়া কাপ্তাই হ্রদের ৬টি মৎস্য অভয়াশ্রমের পাশাপাশি হ্রদের বিভিন্ন স্থান ডিসিবাংলো, শহীদ মিনার চত্বর, লংগদু ও বরকলে পর্যায়ক্রমে এসব পোনা অবমুক্ত করা হবে। প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর অন্তত তিন মাস পর্যন্ত মাছধরা বন্ধ রাখা হয়। এ ছাড়া বছরের সব ঋতু ও মৌসুমে ৯ ইঞ্চি সাইজের পর্যন্ত পোনামাছ শিকার নিষিদ্ধ থাকে।

সর্বশেষ খবর