সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

আড়াইহাজারে সন্ত্রাসী গ্রামবাসী সংঘর্ষ গুলিবিদ্ধ ৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু সন্ত্রাসী ও  গ্রামবাসীর  মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ও কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনার নদীর মাঝ খানে এই সংঘর্ষ হয়েছে।

জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের জয়নাল আবেদীন  দীর্ঘ দিন মেঘনা নদী থেকে বাবু উত্তোলন করে আসছিলেন। রবিবার ১০টার দিকে কালাপাহাড়িয়া থেকে বালু উত্তোলন করে একপর্যায়ে পার্শ্ববর্তী খাগকান্দায় ইউনিয়নের নয়নাবাদ মৌজায় ঢুকে বালু উত্তোলন করতে থাকেন। এ সময় কয়েক গ্রমবাসী ট্রলার দিয়ে মেঘনা নদীতে গিয়ে  বালু তুলতে বাধা দেন।  এ সময় জয়নালের লোকজন ৪/৫টি  স্পিড বোর্ড দিয়ে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করে। এতে চারজন গুলিবিদ্ধ হন। তারা হলেন, আল আমিন, দুলাল, বাতেন ও খাজা।  খাগকান্দা গ্রামবাসীর দাবি, জয়নালের লোকেরা তাদের শর্টগান দিয়ে গুলি করেছে। খাগকান্দা তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুত্ফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরু জানান, নিরীহ গ্রামবাসীর  ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে এর আগে একাধিকবার সংঘর্ষ হয়েছে।

সর্বশেষ খবর