বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

কোন্দল মেটাতে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতাদের ঢাকায় তলব

আজ ধানমন্ডির কার্যালয়ে বৈঠক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা আওয়ামী লীগের দলীয় কোন্দল নিরসনে জেলার সব এমপিসহ নেতাদের ঢাকায় ডেকেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আজ বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে সাতক্ষীরা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনের আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের জগলুল হায়দারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্যসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরাও থাকবেন। জানা যায়, গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের পর থেকে সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। সংগঠনের সব শাখায় এ বিরোধ ছড়িয়ে পড়ায় কেন্দ্র ঘোষিত অনেক কর্মসূচি যথাযথভাবে পালন হয় না। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ জানান, সাধারণ সম্পাদকের পক্ষে রয়েছেন এমপি রুহুল হক এবং জগলুল হায়দারসহ দলের বিভিন্ন শাখার বেশির ভাগ নেতা-কর্মী। আর সভাপতির পক্ষে আছেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা মহিলা লীগের সম্পাদক জ্যোত্স্না আরা, তালা উপজেলার সভাপতি শেখ নুরুল ইসলাম, কলারোয়ার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাঈদ মেহেদি। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দীন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান মিঠু ও কাজী আক্তার হোসেন জুয়েল জানান, মন্ত্রী ও এমপিদের কিছু পকেট নেতা টিআর, কাবিটা-কাবিখা ব্যাপক লুটপাট করছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতা-কর্মীদের চাকরি দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর