বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

সাব রেজিস্ট্রারের নামে জালিয়াতি মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে টাকার বিনিময়ে জাল দলিল সম্পাদনের অভিযোগে সাব রেজিস্ট্রারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মুন্সীগঞ্জ আদালতে গতকাল মামলাটি করেন চট্টগ্রামের খুলসী এলাকার বাসিন্দা সায়েরা আক্তার (৪৮)।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পাকিরাপাড়া এলাকার গনি বেপারীর মেয়ে সায়েরা পৈতৃক সূত্রে বীরতারা মৌজায় ৬৯ শতক জমির মালিক হন। তিনি তার জমি ২০০৭ সালে নিজের নামে নামজারি করে নেন। সায়েরা পরিবারিকভাবে চট্টগ্রামের খুলসীতে বাস করেন। কিছুদিন আগে জমির খাজনা দিতে এসে জানতে পারেন ওই জমি তার বোন ঢাকার বাসিন্দা সাহানা রোলিং নামজারি করে নিয়েছেন। সাব রেজিস্ট্রার বিলাল উদ্দিন আকন্দ জানান, ‘একই ব্যক্তি কীভাবে দাতা-গ্রহীতা সেজে দলিল রেজিস্ট্রি করেছেন তিনি বুঝতে পারছেন না।’

সর্বশেষ খবর