বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

খামারিদের চেক বিতরণ করলেন মন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

‘ব্রিড আপগ্রেটেশন থ্রু প্রজেনি টেস্ট’ প্রকল্পের আওতায় খামারির প্রণোদনার চেক ও কৃত্রিম প্রজনন সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালনকারীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হলরুমে চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। কংজরী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, এ এইচ এম মনোয়ার হোসেন, আলী আহমেদ খান, খগেশ্বর ত্রিপুরা প্রমুখ। ২৫ জন খামারিকে প্রণোদনার চেক ও ৪০ জন গাভী পালনকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ খবর