শুক্রবার, ৫ মে, ২০১৭ ০০:০০ টা

কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাৎ

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলা চত্বরের পুকুর ভরাট প্রকল্পে বরাদ্দ দুই লাখ ৮০ হাজার টাকার কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইরিন সুলতানা ও প্রকল্প সভাপতি আ. হালিম জড়িত বলে জানা গেছে। আইরিন সুলতানা বলেন, ‘পুুকুর ভরাটের কোনো প্রকল্প আছে বলে আমার জানা নেই’। আ. হালিম জানান— প্রকল্প আছে, কাজ হয়নি। টাকা আত্মসাৎ প্রসঙ্গে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি। সরজমিনে উপজেলা চত্বরে পুকুর পাড় ঘুরে দেখা যায়, এক টুকরা মাটিও ফেলা হয়নি। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লুটের চর ইউপি পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার বলেন— শুধু পুকুর ভরাটই নয়, তার ইউনিয়নের চারটি রাস্তার কাজেও ব্যাপক অনিয়ম হয়েছে। এ নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইরিন সুলতানার সঙ্গে তার কথা কাটাকাটিও হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন আব্বাসীর ভাষ্য, ভাউরখোলা ইউনিয়নে মসজিদ উন্নয়ন প্রকল্প থেকে উেকাচ দিতে হয়েছে আইরিন সুলতানাকে। এ রকম নানা অভিযোগ তুলে ধরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী শামীম বলেন, ‘আমরা উপজেলা যুবলীগ নেতা-কর্মীরা মেঘনা থেকে আইরিন সুলতানাকে প্রত্যাহার দাবিতে যে কোনো সময় কর্মসূচি ঘোষণা করব।’

সর্বশেষ খবর