শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

চর দখল নিয়ে সংঘর্ষ আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরে জমি নিয়ে সংঘর্ষের সময় ধারাল অস্ত্রের আঘাতে মোসলেম সরদার (৫২) নামে এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন।  গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। হিজলা থানার এসআই জাকির হোসেন জানান, চর আবুপুর গ্রামের ১২০০ একর জমি সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। সরকার সম্প্রতি ওই জমি থেকে ভূমিহীনদের মাঝে দেড় একর করে বন্দোবস্ত দেয়। ওই জমি পৈতৃক সম্পত্তি দাবি করে আসছেন চর আবুপুর গ্রামের উত্তরপাড়ের বাসিন্দা সোহরাব সিকদার ও তার লোকজন। এ নিয়ে দক্ষিণপাড়ের বাসিন্দা ইউপি সদস্য মজিবর রহমান সরদার গ্রুপের সঙ্গে সোহরাব গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সোহরাব সিকদার গ্রুপের তিন শতাধিক লোক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে চর দখল করতে যায়। এক পর্যায় তারা চর আবুপুর গ্রামের ২৫টি বসতঘরে আগুন দেয়। প্রতিপক্ষ মজিবর মেম্বার গ্রুপ প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হয়। সোহরাব গ্রুপের লোকজন মজিবর গ্রুপের চান্দু হাওলাদার, মোসলেম সরদারসহ তিনজনকে কুপিয়ে আহত করে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মোসলেম সরদার মারা যান। দখলকারীরা পাশের বাজারে প্রবেশ করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী হিজলা থানার এসআই সুজিত সরকার জানান, ঘটনাস্থল থেকে সোহরাব গ্রুপের শাহাদাত সিকদার, মিরাজ সরদার ও হারুন মুন্সিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি টেঁটা উদ্ধার করা হয়েছে। থানার ওসি মো. মাসুদুুজ্জামান সন্ধ্যায় জানান, ঘটনার সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। বতর্মানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর