শিরোনাম
রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

মাদারীপুরে পুলিশের লাঠিচার্জ লক্ষ্মীপুরে নেতা-কর্মীর ধস্তাধস্তি

বিএনপির কর্মিসভা

প্রতিদিন ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলায় জেলায় কর্মিসভা করেছে বিএনপি। মাদারীপুরে পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে সভা। এ সময় আহত হয়েছেন ১০ জন। আটক করা হয়েছে ২০ কর্মীকে। এছাড়া লক্ষ্মীপুরে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি দলটি। পরে নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হলেও নেতা-কর্মীর মধ্যে ধস্তাধস্তি ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রতিনিধিদের পাঠানো খবর— মাদারীপুর : জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে গত মঙ্গলবার সভার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে অনুমতি মেলেনি। শনিবার সকালে কর্মিসভার জন্য দলীয় নেতা-কর্মীরা শহরের চরমুগয়িরা এলাকায় জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। লক্ষ্মীপুর : জেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একাংশের পাল্টা কর্মসূচির কারণে পূর্বনির্ধারিত স্থানে সভা করতে পারেনি বিএনপি। পরে দলীয় কার্যালয়ে সভা করে। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। শেরপুর :  শেরপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এনাম আহাম্মেদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের মানুষ চায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। সরকারেরই দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ অন্যান্য নেতা। রাঙামাটি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে কর্মিসভায় সভাপতিত্ব করেন রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। বরগুনা : স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে কর্মিসভায় বরগুনা বিএনপি সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।

 তিনি বলেন, বিএনপিকে আবারো ক্ষমতায় আনতে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে সমানভাবে কাজ করতে হবে।

সর্বশেষ খবর