শিরোনাম
রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

ট্রাক থামিয়ে মালামাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে আবারও ট্রাক থামিয়ে মালামাল পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। শুক্রবার মধ্যরাতে নানিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে। এ আগে রাঙামাটি শহরের সাপছড়ি এলাকায় বাসে ডাকাতির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হল— রমেশ ত্রিপুরা ও কলাধন চাকমা। পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে আসা পণ্যবাহী ট্রাক রাঙামাটির নানিয়ারচর পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। এ সময় চালকের কাছে তাদের টোকেন (চাঁদার রসিদ) চায়। চালক ৩৫০ টার একটি রসিদ দেখালে সন্ত্রাসীরা ওটা তাদের চাঁদার রসিদ না বলে জানায়। একপর্যায়ে চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর ও গাড়ির মালামালে আগুন ধরিয়ে দেয়। ট্রাকটিতে তিন টন বীজ ছিলো। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। কোতোয়ালি থানার ওসি জানান, সম্প্রতি রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ডাকাতির ঘটনার দুই আসামিকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর