রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

রাস্তায় ডিম ফেলে খামারিদের প্রতিবাদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ডিমের দাম বৃদ্ধি, মুরগির বাচ্চা ও ওষুধ-খাবারের মূল্য কমানোর দাবিতে শনিবার শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মঙ্গলবার দুপুরে ডিম ভেঙে এবং কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের শ্রীপুরের প্রান্তিক পোলট্রি খামারিরা। বক্তারা বলেন,  বহুজাতিক কোম্পানি ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে লোকসান গুনতে হচ্ছে খামারিদের।  ইতিমধ্যে অনেক ছোট খামার বন্ধ হয়ে গেছে। বক্তব্য রাখেন আবদুল মতিন, তোফাজ্জল হোসেন, মাহবুবুর রহমান আকন, ফজলুল হক ফরাজি প্রমুখ।

সর্বশেষ খবর