সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে মিরপুর জাসদ কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। শনিবার রাতে কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে জেলা নির্বাহী কমিটি সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আহমদ আলীকে জেলা কমিটির সহ-সভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতের সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা জানান, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলীর স্বেচ্ছাচারিতার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি।

]ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। তিনি একাই মিরপুরে জাসদের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিলেন। জেলা সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, দলের সভায় বিষয়টি আলোচনা হয়েছে। কমিটি ভেঙে দেওয়া ও বহিষ্কারের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। দু-এক দিনের মধ্যে সব পরিষ্কার হবে। অভিযুক্ত আহমদ আলী বলেন, ‘ভাই আমি সভায় উপস্থিত ছিলাম না। কি আলোচনা হয়েছে জানি না।’ জেলা সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন জানান, সভা মুলতবি রাখা হয়েছে। আগামী শুক্রবার আমিই সব জানাবো।

সর্বশেষ খবর