সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

কৃষি জমিতে ইটভাটা

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঘনবসতিপূর্ণ এলাকায় কৃষি জমির ওপর ও নদীর তীরে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মকভাবে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের সমস্যা বাড়ছে। এসব অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ করেছে এলাকাবাসী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে ২৫টি ইটভাটা গড়ে উঠেছে। চলতি বছরই ১০টি ইটভাটা স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে ৫টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব ইটভাটা ফসলি জমি, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, বাড়ির সীমানা, নদীর তীর ঘেঁষে এসব ইটভাটা গড়ে উঠেছে। ইট তৈরির প্রধান উপাদান মাটি আবাদি জমির উপরি অংশ থেকে সংগ্রহ করা হচ্ছে। ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, ২০১৩ আইন অনুযায়ী দুই ফসলি কৃষি জমিতে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, কৃষি জমি নষ্ট করে ও এলজিইডি সড়কের পাশে ইটভাটা করা যাবে না। কৃষি জমির উপর ইটভাটার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর