বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

ফল প্রকাশের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ময়মনসিংহ প্রতিনিধি

ফল প্রকাশের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ত্রিশালে বৃষ্টি উপেক্ষা করে ফলবঞ্চিত শিক্ষার্থীদের সড়ক অবরোধ —বাংলাদেশ প্রতিদিন

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ষষ্ঠ দিন পেরিয়ে গেলেও ময়মনসিংহের ত্রিশালের ৮টি কারিগরি প্রতিষ্ঠানের ৪৬৫ শিক্ষার্থী এখনো ফল পাননি। ফল প্রকাশের দাবিতে বঞ্চিত শিক্ষার্থীরা গতকাল দুপুরে বৃষ্টি উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনম জানান, ফলাফলের বিষয়ে আমরা বোর্ডে কথা বলেছি। আশা করছি  দ্রুতই তা প্রকাশ  করা হবে। জানা যায়, ত্রিশালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আটটি প্রতিষ্ঠানের ৪৬৫ জন শিক্ষার্থীর ফলাফল আসেনি। এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার ও রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। ষষ্ঠ দিনেও ফলাফল না পেয়ে ফলাফল প্রকাশের দাবিতে বঞ্চিত শিক্ষার্থীরা গতকাল দুপুর ১টা থেকে প্রায় ২ ঘণ্টা বৃষ্টি উপেক্ষা করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজ, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, দরিরামপুর নজরুল একাডেমি, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, কাঁটাখালী ওমর আলী উচ্চবিদ্যালয়, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চবিদ্যালয়, সাখুয়া উচ্চবিদ্যালয় ও বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার ভোকেশনাল শাখার ৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র বোর্ড না পাওয়ায় এমন জটিলতার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর