বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় থানায় মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে দাবিকৃত ৩ লাখ টাকা উেকাচ না দেওয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতারের পর তাকে চরম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। দেড় মাস আগে কাতার ফেরত গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের মোসলেম সরদারের ছেলে মনির সরদারকে গত মঙ্গলবার ধরে নিয়ে থানায় অমানুষিক নির্যাতন করে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। অবস্থা বেগতিক দেখে তাকে গোপনে চিকিৎসা করিয়ে গতকাল তড়িঘড়ি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ করেন মনিরের দুই বোন শিল্পি বেগম ও ইয়াসমিন বেগম। এ ঘটনায় অভিযুক্ত গৌরনদী পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে। মনিরের বাবা মোসলেম সরদার জানান, উন্নত জীবন গড়তে তার ছেলে (মনির) ২০১৪ সালের ৯ মে কাতার যায়। স্থানীয় প্রতিপক্ষের ষড়যন্ত্রে ওই বছরের ২০ মে থানা পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তার ছেলে মনিরকে একটি মাদক মামলায় আসামি করে। মনিরের বোন শিল্পি বেগম জানান, প্রায় তিন বছর কাতারে প্রবাস জীবন কাটিয়ে তার ভাই দেড় মাস আগে দেশে ফিরে আসে।

সর্বশেষ খবর