বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যু

ভুল চিকিৎসার অভিযোগ

রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (নার্স) মাহামুদা খাতুনের ভুল চিকিৎসায় মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল দিনভর কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। জানা যায়, মঙ্গলবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি হন মাহামুদা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে গতকাল ভোরে মাহামুদার মৃত্যু হয়। তার মরদেহ রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। অসন্তোষ ছড়িয়ে পড়ে পুরো সদর হাসপাতালেও। এ ঘটনায় রাঙামাটি সদর হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সিং প্রশিক্ষণরতরা। রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সংকট নিরসন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন। অভিযোগের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভুল চিকিৎসায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার বেসরকারি হাসপাতাল ‘নূর মেডিকেল সেন্টারে’ গতকাল দুপুরে এ ঘটনা। জান্নাতুল নাসিরনগরের হরিপুর এলাকার মন মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রসব বেদনা নিয়ে আশুগঞ্জের নূর মেডিকেল সেন্টারে ভর্তি হন গৃহবধূ জান্নাত। প্রথমে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করানোর কথা বলা হলেও পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ক্লিনিকের চিকিৎসক শাহানারা বেগম। ভুল চিকিৎসায় অস্ত্রোপচার কক্ষেই জান্নাতের মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।  এ ব্যাপারে জানতে অভিযুক্ত ডা. শাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। আশুগঞ্জ থানার ওসি জানান, ভুল চিকিৎসার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর