রবিবার, ১৪ মে, ২০১৭ ০০:০০ টা
খাগড়াছড়িতে পিতা-পুত্র খুন

৬৪ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত বাবা ও ছেলে খুন এবং একজনকে গণধর্ষণের অভিযোগে একমাত্র বেঁচে থাকা ছেলে নীহার কান্তি ত্রিপুরা খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে করা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা এবং আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মং সেপ্রু চৌধুরী প্রকাশ অপুসহ ৬৪ জনকে আসামি করা হয়েছে।

গতকাল পুলিশ মামলার আসামি ব্রত ত্রিপুরাকে আটক করেছে। খাগড়াছড়ি সদর থানার ওসি হান্নান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত পিতা ও পুত্রের লাশ তাদের দেবতা পুকুর এলাকায় দাহ করা হয়েছে। এ ঘটনায় ত্রিপুরা গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রসঙ্গত, ভূমি বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০) নিহত ও একই পরিবারের দুজন আহত হন। দুর্গম দেবতাপুকুর থলিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে । 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর