সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

আজ থেকে ত্রিপুরায় ফের মাছ রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরের ব্যবসায়িক সূত্র জানিয়েছে, শর্ত সাপেক্ষে এ রপ্তানি শুরু হচ্ছে। শর্তানুযায়ী, রপ্তানি করা মাছ কলকাতায় পরীক্ষা করা হবে। এ সময় ফরমালিন পেলে ফের আমদানি বন্ধ করা হবে। প্রসঙ্গত, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা মাছ বাজার থেকে সংগ্রহ করা মাছে ফরমালিনের অস্তিত্ব মিলেছে— এমন অভিযোগে অনির্দিষ্টকালের জন্য গত ৬ মার্চ থেকে মাছ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, ত্রিপুরার পরীক্ষার কোনো যন্ত্র না থাকায় কলকাতায় ফরমালিনের পরীক্ষা হবে। তবে রপ্তানিকৃত মাছ সঙ্গে সঙ্গে বাজারজাত করা যাবে। অবশ্য পরীক্ষায় ফরমালিন মিললে আবার আমদানি বন্ধ করে দেবে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

সর্বশেষ খবর