মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

এক পলক

মাদকের বিরুদ্ধে শপথ

নীলফামারীর কিশোরগঞ্জকে মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীসহ সব স্তরের মানুষকে নিয়ে সমাবেশ করা হয়েছে। সোমবার বিকালে কিশোরগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন। সমাবেশে বিশেষ বক্তা ছিলেন রংপুর বিভাগীয় পুলিশের উপ-মহা পরিদর্শক খন্দকার গোলাম ফারুক। সমাবেশে বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, জেলা প্রশাসক খালিদ রহিম বক্তব্য দেন।

—নীলফামারী প্রতিনিধি

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাটের মংলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ চিলা গ্রামের মতি খার দেড় বছরের শিশুকন্যা ইয়ামিনি গতকাল প্রতিবেশীর বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে ওই বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে পটুয়াখালীর বাউফলের জামালকাঠী গ্রামে গতকাল নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে মারা গেছে ত্বকি (৩) নামে এক শিশু। —প্রতিদিন ডেস্ক

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন

ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে মোশারফ হোসেন ভূঞা সভাপতি, পারভেজুল ইসলাম হাজারী সাধারণ সম্পাদক ও মুশফিকুর রহমান পিপুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৭টি পদের মধ্যে প্রতিটি পদে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন কমিশন সোমবার প্রত্যেককে বিজয়ী ঘোষণা করেন। —ফেনী প্রতিনিধি

স্মরণসভা

টঙ্গী রেলস্টেশন এলাকায় গতকাল রাতে টঙ্গী সরকারি কলেজ  ছাত্রলীগের উদ্যোগে সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি। অন্যদের মধ্যে স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার, মহানগর ও টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সোহেল, বাপ্পি প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর