বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল দুজনের

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে গতকাল ধান খেতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। তার নাম কল্পনা রাণী মণ্ডল (৬০)। কল্পনা উপজেলার বেলুন গ্রামের প্রমেশ চন্দ্র মণ্ডলের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধান খেত দেখতে যান কল্পনা। আগের দিন রাতের ঝড়ে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়েছিল ওই জমিতে। কল্পনা খেত দেখতে গিয়ে ওই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, বিষয়টি তিনি শুনেছেন। ডিজিএমকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গাজীপুরের শ্রীপুরে সবজি খেতের পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন শামসুল হক (৫০) নামে এক কৃষক। শামসুল বেতজুড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রুছমত আলী জানান, মঙ্গলবার সকালে সবজি খেত দেখতে যান শামসুল। আগের দিন রাতে ওই এলাকায় বয়ে যাওয়া ঝড়ে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়েছিল ক্ষেতের পাশে। সেই তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বশেষ খবর