বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের ফ্রি চক্ষু ক্যাম্প

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার হরিনারায়নপুর দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজ মিলনায়তনে গতকাল দিনব্যাপী বিনামুল্যে চক্ষু ক্যাম্পে ১ হাজার ৬০০ রোগীর চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার এবং দোয়ারকা দাস ফাউন্ডেশন এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

এই চিকিৎসা ক্যাম্পে কম্পিউটারে পরীক্ষার মাধ্যমে চোখের ছানিপড়া ও গ্লুকোমা রোগে আক্রান্ত ১ হাজার ৬০০ রোগী দেখে ওষুধ ও চশমা দেওয়া হয় এবং শতাধিক রোগীর চোখে লেন্স সংযোজনের মাধ্যমে চোখ অপারেশন করার ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে এই রোগীদের ঢাকায় নিয়ে অপারেশন করার ব্যবস্থা করা হবে। এই ফ্রি এই চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ সালেহ আহম্মেদ, ডা. রুবীনা আক্তার ও ডা. আব্দুল খালেক।

সর্বশেষ খবর