বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে অনিয়ম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনায় নীতিমালা অমান্য করে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ শ্রমিকের পরিবর্তে স্কেভেটর দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম পর্যায়ে উপজেলার ৮টি ইউনিয়নে ৩৪ প্রকল্পের ১ হাজার ৩৪৬ জন শ্রমিকের বিপরীতে দৈনিক ২০০ টাকা হারে ১ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের গত ১০ জানুয়ারি থেকে এসব প্রকল্পের কাজ শুরু হয়ে এখনো চলছে। সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন নীতিমালায় কর্মক্ষম দুস্থ পরিবারসমূহের ১৮-৬০ বছর বয়সী কর্মক্ষম অতিদরিদ্র লোকজনের সম্পৃক্ত করার কথা রয়েছে। কিন্তু বাস্তবে বেশির ভাগ ক্ষেত্রে এ নীতিমালা মানা হচ্ছে না। অভিযোগ উঠেছে— রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ স্কেভেটর দিয়ে করায় নামে-বেনামে মাস্টার রোল তৈরি করে প্রকল্প সভাপতির সঙ্গে যোগসাজশ করে গরিবদের টাকা বড়লোকেরা হাতিয়ে নিচ্ছে। ইউএনও আইরিন সুলতানা বলেন, আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই। স্কেভেটর দিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির সঙ্গে কথা হলে তারা বলেন, ছোটখাটো প্রকল্পের টাকা অনিয়মের হার বেশি। ৭০ হাজার টাকা প্রকল্পের কাজ করে বিল পাওয়ার আগ-পর্যন্ত কয়েকটি হাতে ফাইলটি ঘুরায় সব হাতকেই খুশি করতে হয়। কোনো হাত খুশি না হলে শতভাগ কাজ করেও বিলের দেখা মিলে না। 

সর্বশেষ খবর