শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ঝড়ে মাগুরায় দুজনের প্রাণহানি

পাবনায় শত কোটি টাকার ক্ষতি

প্রতিদিন ডেস্ক

মাগুরায় ঝড়ের সময় বজ্রপাত ও গাছচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝড়ে পাবনায় শত কোটি টাকার লিচুর ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মাগুরা : বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের সময় বজ পাতে আহত হন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ফুলি বেগম (৫৫)। সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। একই সময় সদর উপজেলার ঘোড়নাছ এলাকার নারিকেল গাছচাপায় মারা যান আতিয়ার রহমান (৩৪)। নিহত আতিয়ার ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

পাবনা : বুধবার রাত ৯টার দিকে জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে লিচু বাগান। এতে আধা পাকা লিচু ফেটে গেছে এবং গাছ থেকে ঝরে পড়েছে। ভেঙে গেছে লিচু গাছের ডালপালা। এতে লিচুসহ অন্য ফসলের প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) আবুল খায়ের বলেন, ঝড়ে বেশ ক্ষতি হয়েছে। তবে জরিপ না করে ক্ষতির পরিমাণ বলা কঠিন। লিচু চাষি ও মালিকরা কিছু টাকা পাবে।

সর্বশেষ খবর