শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ঝিনাইদহে জঙ্গি আস্তানার ঘটনায় র‌্যাবের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। এদিকে, আটক প্রান্ত ১ নং ও সেলিমকে ২ নং আসামি করে থানায় সোপর্দ করা হয়েছে। অন্য আসামিরা হলেন নয়ন, আবির, রবিন, রোজ, আজাদ, সাদ, রানা, লতিফ, মনোয়ার, ইমন, লাটু, রাসেল, শাহিন ও লিমন। আসামিদের মধ্যে কয়েকজন নিখোঁজ রয়েছে। পরিবার বলছে, ৬ জনকে ৪, ৫ ও ৬ মে মধ্যরাতে নিজ বাড়ি থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে এবং দুজন বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি ও একজন কীভাবে নিখোঁজ হয়েছে তা পরিবার বলতে পারছে না। তবে পুলিশ বলছে, জঙ্গি-সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থা তাদের তুলে নিয়ে যেতে পারে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর