শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

নৌকার প্রচারে শীর্ষ নেতারা বিএনপিতে আতঙ্ক

ধামরাইয়ে ইউপি নির্বাচন

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা নৌকা প্রতীকে ভোট চাইতে বাড়িতে বাড়িতে উঠান বৈঠক করছেন। আর বিএনপির নেতারা আতঙ্কে প্রকাশ্যে প্রচারণায় নামতে সাহস পাচ্ছেন না। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গোলাম কবির গত বুধবার রাত থেকে ইউনিয়নের কালামপুরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজার জন্য নৌকা মার্কায় ভোট চাইছেন। এ সময় মেয়র গোলাম কবির  বলেন, ধামরাইয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে কোনো কোন্দল নেই। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা প্রতীক দিয়ে নির্বাচন করতে বলবেন,  আমরা সব ভেদাভেদ ভুলে নৌকা মার্কা জয়ী করতে একযোগে কাজ করে যাব। বিএনপির প্রার্থী রমিজুর রহমান চৌধুরী  রোমা জানান, আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। তাই জয় আমার হবেই। নৌকার প্রার্থী রেজাউল করিম রাজা জানান, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। তাই জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন জানান, নির্বাচনে কারচুপি হওয়ার সুয়োগ নেই। উল্লেখ্য, গত ২০১৬ সালে সালের ২৮ মে ধামরাইয়ের ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলে মামলা সংক্রান্ত কারণে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল।

সর্বশেষ খবর