শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

অজ্ঞাত রোগে ধুঁকছে আট বছরের শিশু

দিনাজপুর প্রতিনিধি

অজ্ঞাত রোগে ধুঁকছে আট বছরের শিশু

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে আট বছরের শিশুকন্যা মাহমুদা খাতুন। মাহমুদা দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর গ্রামের ভটভটি চালক আব্দুর রহিম ও শহিদা  দম্পতির মেয়ে।

জানা যায়, জন্মের পর থেকেই আস্তে আস্তে শিশুটির হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় প্রথমে ফোসকা উঠে। পরে ঘা হতে শুরু করে। একপর্যায়ে হাত ও পায়ের আঙ্গুলগুলো নিষ্ক্রিয় হয়ে মুষ্টিবদ্ধ হয়ে যায়। যন্ত্রণায় সারাক্ষণ ছটফট করে শিশুটি। বাবা আব্দুর রহিম জানান, ২০১৪ সাল থেকে পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কিন্তু ফল পাচ্ছে না। গত বছরের ২৩ ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তারকে দেখিয়েছিলাম। তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। অর্থের অভাবে ঢাকা নিতে পারি নাই। এখনো ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা চলছে। রহিম আফসোস করে বলেন, ‘চোখের সামনে অবুঝ শিশু ধুঁকে ধুঁকে মরার পথে। বাবা হয়ে কিছুই করতে পারছি না।’

সর্বশেষ খবর