শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু টোল প্লাজা পূর্ব পাশের মেঘনাঘাট সড়কটি খানাখন্দে ভরা। দীর্ঘ দিনেও সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গুরুত্বপূর্ণ এ সড়ক। প্রতাবেরচর এলাকার আবুল বাশার জানান, সড়কটির করুণ অবস্থার কারণে যানবাহন চালকরা যেতে চান না। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক জানান, সড়কটির বেহাল দশার জন্য অনেকে বিদ্যালয়ে আসতে চায় না। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, ‘সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে এলজিইডির সদর দপ্তরে পাঠাব। অনুমোদন এলেই মেরামতের ব্যবস্থা করব’।

সর্বশেষ খবর