রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ, ফরিদপুর ও শেরপুরের নালিতাবাড়ীতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। এছাড়া বান্দরবানের লামায় জিপ খাদে পড়ে ছয়জন জখম হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত ও আহত হয়েছেন নয়জন। নিহতরা হলেন— মাইক্রো যাত্রী সোলায়মান, নাছির ও পথচারী মনিকা রানী। আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহতরা শনিবার সকালে মিরসরাইয়ের বারৈয়ারহাটে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোটি বাঁশবাড়িয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে দুই যাত্রী এবং মাইক্রোচাপায় এক পথচারী নিহত হন। আহত হন আরও নয়জন। মুন্সীগঞ্জ : সিরাজদীখানে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও ট্রাক সংষর্ষে বাসযাত্রী এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। ঢাকাগামী আলমামুন ক্লাসিক পরিবহন ও মাওয়া গামী ট্রাকের এ সংঘর্ষ হয়। নিহত যুবকের নাম মান্নান শিকদার। তিনি বাগেরহাটের কচুয়া থানার বক্তারকাঠি গ্রামের জহুর শিকদারের ছেলে। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর : শহরের গোয়ালচামট এলাকায় গতকাল সকালে বাসচাপায় এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। তার নাম তপন কুমার মণ্ডল। বাড়ি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আশরাফ আলী নামে এক দলিল লেখক। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেলে তাঁর মৃত্যু হয়। আশরাফ নালিতাবাড়ী উপজেলার মধ্য আন্ধারুপাড়ার শুকুর মাহমুদের ছেলে। শুক্রবার বেলা ১১টায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আহত হয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর