রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

কোন্দলে কর্মী সমাবেশ স্থগিত জেলা বিএনপিতে উত্তেজনা

ফারুক তাহের, বান্দরবান

দলীয় কোন্দলের কারণে বান্দরবান বিএনপির কর্মী সমাবেশ স্থগিত হওয়া নিয়ে দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক পক্ষ বিরুদ্ধ অবস্থানে চলে যায়। তাদের দাবি বর্তমান কমিটি বিলুপ্ত করে কেন্দ্র অনুমোদিত ৯৮৩ কাউন্সিলরের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। এ দাবিতে গত বুধবার বান্দরবান প্রেস ক্লাবের সামনে কর্মী সমাবেশ আয়োজনের বিরুদ্ধে মানববন্ধন করে জেলা বিএনপির একাংশের দুই শতাধিক নেতা-কর্মী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জেলা বিএনপির বর্তমান সভাপতি মা ম্যা চিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে বান্দরবানের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। বর্তমান সভাপতি মা ম্যা চিং বলেন, ‘আমরা পক্ষ-বিপক্ষ বলতে চাই না। মূলত প্রশাসন অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ে কর্মী সমাবেশ হয়নি। প্রশাসনকে কেউ কেউ সংঘাত-বিশৃঙ্খলার আশঙ্কার কথা জানিয়ে সমাবেশ পণ্ড করিয়েছে। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই দলীয় ব্যবস্থা নেওয়া হবে’। প্রসঙ্গত, দেড় মাস আগে কেন্দ্রীয় নেতারা বান্দরবান বিএনপির ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেন সাচিং প্রু জেরী ও মুজিবুর রশীদের অনুসারীরা। ফলে কমিটি গঠন ও কর্মী সমাবেশসহ বিএনপির দলীয় কর্মসূচিকে ঘিরে দুটি পক্ষ তৈরি হয়েছে। যা এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

সর্বশেষ খবর