রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

গণপিটুনিতে নিহতের লাশ দাফনে বাধা ফেলল নদীতে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে চোর সন্দেহে গণপিটুনীতে নিহত হেলাল খার লাশ বাধার মুখে দাফন করতে না পেরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। এক দিন পর গতকাল আবার নদী থেকে লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে চোর সন্দেহে হেলালকে পিটুনি দেন ক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশের সুরতহাল শেষে স্বজনের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। শুক্রবার রাতে মরদেহ চরভদ্রাসন উপজেলার জাকেরের সূরা গ্রামের নিজ বাড়িতে জানাজা ও দাফনের সময় কয়েক ব্যক্তি বাধা দেয়। তাদের ভাষ্য, চোরের লাশ গ্রামে দাফন করা যাবে না। নিহতের বাবা মোসলেম জানান, গ্রামবাসীর সহযোগিতা না পেয়ে তিনি ক্ষোভে লাশটি নদীতে ভাসিয়ে দিতে বলেন। দাফনে কারা বাধা দিয়েছে তা জানাতে গড়িমসি করেন স্থানীয়রা। হেলালের মা শুকুরী বেগম বলেন, ‘লাশটি বাড়িতে আনার পর কেউ নামাতে দেননি। পরে কারা নদীতে ফেলে দিলো আমরা জানি না। ওই সময় আমাদের কোনো হুঁশ ছিল না’।

সর্বশেষ খবর